ক্যারিয়ারে এসেছে গোধূলি, হয়তো দ্রুতই ফুরিয়ে যাবে সমস্ত আলো। বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্যারিয়ারের সেই সন্ধ্যাটা কেমন হবে- এটা নিয়েই গত কিছুদিন ধরে চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জল্পনা। কেউ কেউ তো বলেই দিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানবেন ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকা। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ না থাকলেও খুশি হতে পারেনি ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে তারুণ্যের জয়গান গাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা কড়াভাবেই প্রতিবাদ জানিয়েছে যে- কোহলি-রোহিতের গোধূলি যাপন এখনই শেষ হচ্ছে না। ওয়ানডে থেকে তাদেরকে ছেঁটে ফেলার কোনো চিন্তা বিসিসিআইয়ের নেই। তবে পার্থে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ান গতির সামনে কোহলি-রোহিতের নড়বড়ে ব্যাটিং অন্য কিছুই বলে দিচ্ছে। টেস্ট এবং টি-টোয়েন্টি ছেড়েছেন আরও আগেই। দুজনেই জাতীয় দলের জার্সি সর্বশেষ পরেছিলেন গত মার্চে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার...