আপন ছন্দে ছুটছেন আর্লিং হলান্ড। মাঠে নামলেই করছেন গোল, গড়ে দিচ্ছেন ব্যবধান। তবে গোলের জন্য দল কেবল তার ওপরই নির্ভর করুক, এমনটা চান না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার এভারটনকে ২-০ ব্যবধানে হারায় সিটি। দুটি গোলই করেন হলান্ড। চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তার গোল হলো ২৩টি। এবারের লিগে হলান্ড যেখানে আট ম্যাচ খেলেই ১১টি গোল করেছেন, সেখানে সিটির আর কেউ একাধিক গোল করতে পারেননি। এতে স্বাভাবিকভাবেই বেশ হতাশ গুয়ার্দিওলা। ম্যাচ শেষে গোলের জন্য অন্যদের এগিয়ে আসতে বললেন তিনি। “আমি হতাশ, কারণ (হলান্ড) চার বা পাঁচ গোল করেনি। কৌতুক বাদ, সত্যি আমি সন্তুষ্ট। তবে আমরা কেবল তার ওপর নির্ভর করতে পারি না। অন্য খেলোয়াড়দেরও এগিয়ে আসতে হবে। উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডারদের গোল করতে হবে।” গোলা...