সাভারে বিইউপির শিক্ষার্থীকে গণধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (১৯ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় ছাত্রদল নেতাকর্মীরা সারাদেশে হওয়া ধর্ষণ, নিপীড়নসহ সকল অন্যায়ের বিচার দাবি করেন। অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বিগত ফ্যাসিস্ট রেজিম এদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। এই সংস্কৃতির কারণে হানাহানি-মারামারি লেগেই থাকতো। সবসময় নারীরা অনিরাপদবোধ করতো। সিলেটের এমসি কলেজে গৃহবধূ, কুমিল্লার ক্যান্টনমেন্টে তনুর মতো মেধাবী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছিল। এই জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা মানিক, মোস্তাফিজরা ধর্ষণ করেছে। গত ১৭ বছরে এসবের যথাযথ বিচার না হওয়ার কারণে এই দেশে এ জাতীয় ঘটনা বারবার ঘটছে। তিনি আরও বলেন, জুলাই পরবর্তী...