২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) আসনে সালমা নজির, কামরুজ্জামান কামরুল ও আনিসুল হক এ তিন সম্ভব্য প্রার্থীকে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রবিবার বিএনপির গুলশান কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়া এক বৈঠকে এমন নির্দেশনা দেন বিএনপি মহাসচিব ও সিলেট বিভাগে দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল হক। এদিকে নির্বাচনী এলাকায় প্রচারাভিযানে থাকা অনেক সম্ভাব্য প্রার্থীকেই আজকের বৈঠকে ডাকা হয়নি, এ বিষয়ে দৃষ্টিআকর্ষণ করা হলে তিনি জানান, পর্যায়ক্রমে সবাইকেই ডাকা হবে। তাছাড়া কারো বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে যেন বিরত থাকে ও সবাইকে একযোগে ধানের শীষের হয়ে মাঠে কাজ করার কথা বলা হয়েছে বৈঠকে। এর আগে...