একাধিক সাহাবির সূত্রে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে আয়না দেখার কিছু দোয়া বর্ণিত রয়েছে। এখানে আমরা ৪টি দোয়া উল্লেখ করছি: আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) আয়না দেখার সময় এই দোয়া পড়তেন, الحمدُ للَّهِ اللَّهمَّ كما أحسنتَ خَلْقي فأحسن خُلُقي উচ্চারণ:আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি। অর্থ:সকল প্রশংসা আল্লাহর, হে আল্লাহ, আপনি যেমন আমার চেহারায় সৌন্দর্য দিয়েছেন, আমার চরিত্রেও সৌন্দর্য দান করুন। (মুসনাদে আহমদ: ২৪৩৯২, বায়হাকি ফিদ-দাআওয়াতিল কাবির: ৫০৭৫) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) যখন আয়না দেখতেন তখন তিনি বলতেন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي حَسَّنَ خَلْقِي وَخُلُقِي وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي উচ্চারণ:আলহামদুলিল্লাহিল্লাজি হাসসানা খালক্বি ওয়া খুলুক্বি ওয়া যানা মিন্নি মা শানা মিন গাইরি। অর্থ:সব প্রশংসা আল্লাহর যিনি আমার চেহারা ও আচরণে সৌন্দর্য...