পার্থের প্রথম ওয়ানডেতে বার বার হানা দিয়েছিলে বৃষ্টি। সবমিলিয়ে চারবার ভিজেছিল মাঠ।তবে হার মানেননি মাঠকর্মীরা। তাদের নিরলস পরিশ্রমে বারবারই খেলার উপযোগী করে তোলা হয় মাঠ। শেষ পর্যন্ত ২৬ ওভারের নির্ধারিত ম্যাচে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ১৩৭ রানের টার্গেটটা সহজই ছিল স্বাগতিকদের জন্য। ২৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। তবে তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ওপেনার ট্রাভিস হেড (৮) ও ম্যাথিউ শর্ট (৮)। এরপর জয়ের নায়ক হিসেবে এগিয়ে আসেন অধিনায়ক মিচেল মার্শ। ৪৬ রানের অবিচ্ছিন্ন ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যাট রেনশ (২১)। আগেই ৩৭ রানের ইনিংস খেলে দলের ভিত গড়ে দিয়েছিলেন জশ ফিলিপে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়ে ১-০ ব্যবধানে...