ছোটবেলা থেকে আমি বই পড়তে পছন্দ করি। স্কুলের পড়া শেষে সময় পেলেই বই নিয়ে বসতাম। সে সময় লেখক রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের বইগুলো আমার খুব প্রিয় ছিল। আমার পড়া প্রথম তিন গোয়েন্দা বইয়ের নাম ছিল ‘কঙ্কাল দ্বীপ’। বইটি বড় ভাই আমাকে উপহার দেন। প্রথমত, বইটির প্রচ্ছদ আমাকে খুব আকৃষ্ট করেছিল। আর পড়া শুরু করার পর তো গল্পের মধ্যেই হারিয়ে যাই। কিশোর, মুসা ও রবিন নামের তিন বন্ধু এক রহস্যময় দ্বীপে যায় গুপ্তধনের খোঁজে। কিশোরের বুদ্ধি, মুসার সাহস ও রবিনের তীক্ষ্ণ দৃষ্টিতে তারা রহস্য উদ্ঘাটন করে। এরপর পড়েছিলাম ‘রূপালী মাকড়সা’। যেখানে তিন গোয়েন্দা এক আন্তর্জাতিক অপরাধীর পরিকল্পনা নস্যাৎ করে দেয়। তারা সূক্ষ্ম সূত্র ধরে অপরাধী ধরার নিখুঁত পরিকল্পনা তৈরি করে। প্রথম বইটি পড়ার পর থেকেই আমি আরও বই পড়তে আগ্রহী...