বছরব্যাপী কোরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কোরআন পাঠ ও প্রতিযোগিতাকে কেন্দ্র করে ২০২৪ সালকে ‘কোরআন বর্ষ’ ঘোষণা করেছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন। বছরজুড়ে সারা দেশের নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, বুয়েট-ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমনকি খেটে খাওয়া মানুষও অংশ নেন এই প্রতিযোগিতায়। পাঁচ ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ১১৭ জনকে পুরস্কৃত করা হয়।কোরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে মোট ১৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী তিনজন আগামী নভেম্বর মাসে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। তারা হলেন- দক্ষিণ বারিধারার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কেএম ইউসুফ নূর, এশিয়া...