বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করবে। রোববার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংগঠনটি জানিয়েছে। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী আফরোজ মৌসুমি বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম আমাদের বোনেরা ক্যাম্পাসসহ দেশের সব জায়গায় নিরাপদ থাকুক। অথচ আছিয়াসহ গত এক বছরে দেশে প্রায় তিন হাজারের অধিক ধর্ষণ হয়েছে। বিইউপির যে বোন ধর্ষিত হয়েছে তার বিচার হোক। বিইউপির শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়া হোক।” আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজন বলেন, “খুবই দুঃখের সাথে বলতে হয়, আগস্ট পরবর্তী সময়েও আমাদের আবার গণধর্ষণের মতো ঘটনা...