রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলা-২০২৫ রবিবার উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ আয়োজন ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নেয়ামত তারিকুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ। মেলায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশবিজ্ঞানসহ নানা বিষয়ে উদ্ভাবনী মডেল ও গবেষণামূলক প্রকল্প উপস্থাপন করে। প্রতিটি স্টলেই শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও...