ছিলেন লাতিন আমেরিকায়। নিজ দেশ ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। এরপর এলেন ইউরোপ। বার্সেলোনা-পিএসজি হয়ে গেলেন এশিয়ায়, সৌদি ক্লাব আল হিলালে। সেখান থেকে আবার ফিরে গেলেন লাতিন আমেরিকায়, নিজের শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। বলা হচ্ছে নেইমারের কথা। সান্তোসে ফিরে গেলেও তার ইচ্ছা পূনরায় ইউরোপে ফিরে আসার। সেই ইচ্ছা সম্ভবত এবার পূরণ হতে যাচ্ছে। ইউরোপে ফিরে আসার পরিকল্পনা নিচ্ছেন তিনি। তবে ইংল্যান্ড, ফ্রান্স কিংবা স্পেনে নয়, সম্ভবত ইউরোপে। সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার ইন্টার মিলান ও নাপোলির সঙ্গে আলোচনায় রয়েছেন এবং সিরি আ’তে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন— এমনটাই জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। সান্তোসের সঙ্গে ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি চলতি বছরের শেষেই (ডিসেম্বরে) শেষ হতে যাচ্ছে এবং তিনি আবারও ইউরোপে ফিরে আসতে পারেন, যেখানে তিনি এক দশক কাটিয়েছেন। আগামী বছরের ফিফা বিশ্বকাপের আগে...