জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হলেও এখনো এ সংক্রান্ত নানা কাজ বাকি আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরেও আপনারা কেন আবার আন্দোলনের কর্মসূচি দিলেন, এ প্রশ্নটি আসতে পারে। উত্তরে আমাদের দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, এর মধ্য দিয়ে এতে থাকা সব সংস্কারমূলক প্রস্তাবে একমত প্রকাশ করেছি। কিন্তু এখনো কাজ বাকি আছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটাকে আইনি ভিত্তি দিতে গণভোট করতে হবে। তারপর জাতীয় নির্বাচন। এজন্যই আমাদের কর্মসূচি।’ রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে পাঁচ দফা গণদাবি আদায়ে ইসলামি দলগুলোর নতুন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন। জামায়াত নেতা বলেন, ‘গণভোট আর জুলাই সনদ বাস্তবায়নের...