বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী রাজনীতিবীদ রাঘব চাড্ডার কোল আলো করে এসেছে নতুন অতিথি। ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। পোস্টে তাঁরা লিখেছেন, ‘অবশেষে সে এসে গেছে—আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।’ যোগ করে বলেন, ‘প্রথমে আমরা শুধু একে অপরকে পেয়েছিলাম, আর এখন আমাদের সবকিছু আছে। কৃতজ্ঞতায়—পরিণীতি ও রাঘব।’ এই সুখবরে তারকা দম্পতিকে শুভেচ্ছায়...