জাতীয়তাবাদী ক্রীড়া দলের উন্মেষ হয়েছে। ১৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হয়েছেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। ক্রীড়াঙ্গনে সাবেক খেলোয়াড় ও সংগঠকদের নিয়ে এমন দল গঠন নিয়ে নিজের যুক্তি তুলে ধরেছেন সদ্য আবারও জাতীয় চ্যাম্পিয়ন হওয়া নিয়াজ। এই কমিটিতে দেশের প্রায় সবস্তরের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা জায়গা পেয়েছেন। নেপথ্যে ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপির) ক্রীড়া সম্পাদক ও সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। নিয়াজ মোর্শেদ এমন কমিটির আহ্বায়ক হয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে আমি নিজে বিএনপির সমর্থক অনেক আগে থেকে। ৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমার পড়াশোনায় সাহায্য করেছিলেন। এবার আমিনুল বলায় নতুন করে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া দলের সঙ্গে যুক্ত হলাম।’ ক্রীড়া দলের সদস্য সচিব হিসেবে রয়েছেন সাবেক ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী। এছাড়া ক্রিকেটার রাজিন সালেহ, ফুটবলার মিজানুর রহমান ডন, শুটার দম্পতি সাইফুল...