গবেষকরা আবিষ্কার করেছেন যে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের তুলনায় পুরুষদের মস্তিষ্ক দ্রুত সংকুচিত হতে থাকে। ৪ হাজারের বেশি সুস্থ ব্যক্তির মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করে দেখা গেছে, পুরুষদের মস্তিষ্ক টিস্যু ক্ষয় বা আয়তন হ্রাস দ্রুত ঘটছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই মস্তিষ্ক সংকুচিত হযতে থাকে। তবে অ্যালজাইমার্স রোগীদের ক্ষেত্রে এটি আরও গুরুতর হয়। মজার বিষয় হলো, এই গবেষণা অনুযায়ী নারীদের মস্তিষ্কের আয়তন হ্রাসের হার পুরুষদের তুলনায় কম হতে পারে। এই তথ্য বেশ উল্লেখযোগ্য, কারণ নারীদের মধ্যে অ্যালজাইমার্সে আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। নরওয়ের অসলো ইউনিভার্সিটির একজন নিউরোসায়েন্টিস্ট এবং গবেষণার সহ-লেখক অ্যান রেভন্ডাল বলেন, ‘যদি নারীদের মস্তিষ্কের ক্ষয় বেশি হতো, তবে তা তাদের অ্যালজাইমার্সের উচ্চ প্রবণতার একটি...