টানটান উত্তেজনার ম্যাচে সমতায় ছিল বার্সা, যোগ করা সময়ের গোলে লিড পায় হ্যান্সি ফ্লিকের দল। জিরোনার বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে লাল কার্ড দেখতে হয়েছে বার্সা কোচকে। যার কারণে লা লিগার পরের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না। সেই ম্যাচটি আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে, মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। বার্সার এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে ৯০ মিনিটের পর যোগ করা হয় অতিরিক্ত ৪ মিনিট। সল্প সময় যোগ করা কারণে কিছুটা চটে যান ৬০ বর্ষী জার্মান কোচ ফ্লিক। সেসময় রেফারি হলুদ কার্ড দেখান। প্রথম হদুল কার্ড দেখে রেফারির সাথে তর্কে জড়ান ফ্লিক, তখন দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, এবং সেটির জেরে লাল কার্ড হয়ে যান। যে কার্ডের কারণে পরের ম্যাচ এল ক্ল্যাসিকোতে ডাগআউটে থাকতে পারবেন না। লাল কার্ড প্রসঙ্গে ফ্লিক বলেছেন, ‘কারও বিরুদ্ধে...