সকাল থেকেই শোরগোল। বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়াকে 'তড়িঘড়ি' হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই খবর রটতে থাকে কিছুক্ষণের মধ্যেই মা হবেন পরিনীতি। এরকম আলাপ-আলোচনার মধ্যেই এল সুখব। রাঘব চাড্ডা ও পরিনীতির কোল আলো করে এল পুত্র সন্তান। মা হওয়ার খবর সমাজমাধ্যমে কয়েক মাস আগেই ভাগ করেছিলেন অভিনেত্রী। এবার সন্তান জন্মের খবরও জানিয়ে দিলেন এই তারকা জুটি। আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে ফিরে এসে প্রথমবার স্ফীতোদর সামনে এনেছিলেন পরিণীতি। তখনই নেটিজেনরা বুঝেছিলেন...