ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে বাংলাদেশ সময় রবিবার সকালে মেসির হ্যাটট্রিকের শুরুটা হয় ম্যাচের ৩৫ মিনিটে। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে ন্যাশভিলের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মুখ থেকে নিচু শটে বল জালে পাঠান মায়ামি অধিনায়ক। ৮ মিনিট পর ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সারিজ। আর প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকবল শাফেলবার্গ গোল করে স্বাগতিকদের ২-১ লিড এনে দেন। ৬৩ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর ৬৭ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৩-২ করেন বাল্টাসার রদ্রিগেজ। ৮১ মিনিটে আসে মেসির হ্যাটট্রিকের মুহূর্ত। বাঁ-পায়ের শটে বক্সের মাঝ থেকে বল জালে পাঠিয়ে এমএলএসে দ্বিতীয় হ্যাটট্রিক সম্পন্ন করেন ৩৮...