অবশেষে অপেক্ষার অবসান। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আজ (১৯ অক্টোবর) বোরবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। পরিণীতি ও তার স্বামী আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, ‘অবশেষে সে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।’ দম্পতি আরও লেখেন, ‘আগে আমরা ছিলাম একে অপরের জন্য, এখন আমাদের দুজনের কাছেই সব আছে।’ আজ সকালেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেলা গড়াতেই অভিনেত্রী ও তার স্বামী নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শুভ সংবাদটি প্রকাশ করেন। জানা গেছে, আপাতত পরিণীতি দিল্লিতেই থাকবেন, যেখানে রাঘব চাড্ডার...