রাজধানীর মৌচাকের ফরচুন শপিংমলের সম্পা জুয়েলার্সে ‘৫০০ ভরি’ স্বর্ণ চুরির মামলায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলো– নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায় (৩১)। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, গত ১৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের লালবাগ জোনের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস তিন আসামির প্রত্যেকের তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বর্ণ চুরির ঘটনায় গত ৯ অক্টোবর শম্পা জুয়েলার্সের...