তিনি জানান, হাদিসে এসেছে, আল্লাহ তায়ালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, ‘কে আছে এমন যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে? আমি তাকে তা দেব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।’ (বোখারি : ১১৪৫)উল্লিখিত হাদিসের আলোকে শায়খ শামছুদ্দীন পরামর্শ জানিয়ে আরও বলেন, যারা বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন, উদ্ধারের পথ খুঁজে পাচ্ছেন না, আপনারা ভোররাতে জাগুন। দুই রাকাত-চার রাকাত সালাত আদায় করে কায়মনোবাক্যে আল্লাহর দরবারে হাত তুলে সব সমস্যার কথা বলুন, ইনশাআল্লাহ শিগগিরই সমাধান পেয়ে যাবেন। এটা পরীক্ষিত আমল। উল্লিখিত...