লম্বা সময় যাবত টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যস্ততায় ছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরমেটে ফিরেছে টাইগাররা। এবার পালা টেস্ট ক্রিকেটের। সর্বশেষ গেল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। আর সেই সিরিজ শেষে টেস্টের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। একে একে সকল ফরমেটের ক্রিকেট থেকেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। তারপর নতুন অধিনায়কের সন্ধান চালায় টিম ম্যানেজমেন্ট। যেখান থেকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। আর টি-টোয়েন্টির ফরমেটে রাখা হয় লিটন কুমার দাসের নাম। এবার ভাবার সময় এসেছে টেস্ট ফরমেটের নতুন অধিনায়ক নিয়ে। জানা গেছে টেস্টের নতুন নেতৃত্বে আসতে পারেন পুরনো অভিজ্ঞরাই। বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আলোচনায় রয়েছে বিসিবির ভেতর। তাদের মধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরমেটের বর্তমান দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও...