চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের প্রতীক্ষা দীর্ঘ দিন ধরে চলছিল। সেই দাবির বাস্তবায়নে দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে—ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী—সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক সাফল্য। চারটি বিশ্ববিদ্যালয়ে মোট ১০২টি পদের মধ্যে ৮৭টিতে জয় পেয়েছেন শিবির-সমর্থিত প্রার্থীরা। বিপরীতে, ছাত্রদল মাত্র দুটি পদে বিজয়ী হয়েছে—চট্টগ্রাম ও রাজশাহীতে একটি করে। বাকি ১৩টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য সংগঠন। গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে ছাত্রশিবিরের সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হন। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে এবং ১৩টি সদস্যের মধ্যে ১১টিতে জয়ী হন শিবির-সমর্থিত প্রার্থী। ছাত্রদল এই প্যানেলে কোনো...