দীর্ঘদিন পর ওয়ানডেতে জয়ের মুখ দেখল বাংলাদেশ। গতকাল (শনিবার) ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জয় পেয়েছে টাইগাররা। তাতে চলতি বছর ৯ ওয়ানডে খেলে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০৭ রান তুলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৩৩ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট। তাতে ৭৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় টাইগারদের। এই জয়ের মধ্য দিয়ে এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। প্রায় দেড় দশক পর ওয়ানডেতে ২০১-রানের কম পুঁজি নিয়েও জয় পেয়েছে টাইগাররা। সবশেষ ২০১১ সালের ফেব্রুয়ারিতে ২১০-এর কম পুঁজি নিয়েও জয় পেয়েছিল লাল-সবুজের দল। জয়টি এসেছিল বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এই মিরপুরেই। আইরিশদের বিপক্ষে ওই ম্যাচে আগে ব্যাট করে ২০৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।...