জিরোনার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে যে দুই ইঙ্গিতপূর্ণ কাণ্ডের জন্য দুটি হলুদ কার্ড দেখেন, সেগুলোর একটাও রেফারিকে লক্ষ্য করে ছিল না বলে দাবি করলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। লা লিগার ম্যাচে শনিবার জিরোনার বিপক্ষে ২-১ গোলে জেতে বার্সেলোনা। প্রথমার্ধে পেদ্রির দারুণ গোলে তারা এগিয়ে যাওয়ার পর বাইসাইকেল কিকে সমতা ফেরান অ্যালেক্স উইটসেল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দেন ৮২তম মিনিটে মাঠে নামা রোনাল্দ আরাউহো। যোগ করা সময়ের প্রথম মিনিটের খেলা চলছিল তখন। দেখে মনে হয়, রেফারি হেসুস গিল মানসানোকে ‘উপহাস করে’ হাততালি দেওয়ার ভঙ্গি করেন ফ্লিক। তখন এগিয়ে গিয়ে টাচ লাইনে দাঁড়ানো কোচকে হলুদ কার্ড দেখান রেফারি। তাতে হাত ছুঁড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান বার্সেলোনা কোচ। এরপরই তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। কয়েক সেকেন্ডের মধ্যে দুটি...