দফায় দফায় নামল বৃষ্টি, পাল্লা দিয়ে ছোট হতে থাকল ম্যাচের দৈর্ঘ্য। বাজে শুরুর পর শেষ দিকে কিছুটা রানের দেখা পেল ভারত। তবে সেটা নিয়ে খুব একটা লড়াই করতে পারল না তারা। অধিনায়ক মিচেল মার্শের দায়িত্বশীল ইনিংসে সহজ জয় পেল অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। পার্থের অপ্টাস স্টেডিয়ামে এটাই তাদের প্রথম জয়। ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে ভারত। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে স্বাগতিকরা পায় ১৩১ রানের লক্ষ্য, যা তারা ছুঁয়ে ফেলে ২৯ বল বাকি থাকতেই। টস হেরে ব্যাট করতে নেমে চার দফায় বৃষ্টির কবলে পড়ে ভারত। প্রতিবারই কমে ম্যাচের দৈর্ঘ্য। ৪৯, ৩৫, ৩২ এবং সবশেষে থিতু হয় ২৬ ওভারে। বৃষ্টির ফাঁকে ফাঁকে যখনই খেলা হয়েছে, ভুগেছে ভারতের ব্যাটিং। নবম ওভারে প্রথমবার বৃষ্টি নামার আগেই ২৫ রানে...