আর এক মাস পরেই সুলতানার ডেলিভারি। গর্ভের সন্তান ও সুলতানা সুস্থ থাকায় চিকিৎসক তাকে নরমাল ডেলিভারির বিষয়ে বুঝিয়ে বলার সময় জানালেন - প্রয়োজনে সাইড কাটা লাগতে পারে। এ কথা শুনে সুলতানা এখন ভাবছেন যে, সিজার বা সি-সেকশন করাই কি বেশি ভালো হবে? নরমাল ডেলিভারিতে ‘সাইড কাটা’ বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এপিসিওটমি নিয়ে অনেক নারী ও পরিবারে রয়েছে নানা ভুল ধারণা ও ভয়। সুলতানার মতো অনেকেই মনে করেন, ‘সাইড কাটা’ মানেই গুরুতর অপারেশন ও বেশি কষ্ট। তাই তারা সিজারিয়ান অপারেশনকে নিরাপদ বিকল্প ভাবেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। এ বিষয়ে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সাবরিনা সুলতানা মিষ্টি জাগো নিউজকে বলেন, সিজারিয়ান অপারেশন হলো একটি মেজর সার্জারি, যেখানে পেটের একাধিক স্তর ও জরায়ু কেটে শিশুকে বের করা হয়। অন্যদিকে সাইড...