রোববার (চলতি মাসের নির্দিষ্ট তারিখ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’ হুট করে পূর্ণিমার এমন গভীর ও রহস্যময় কথায় তাঁর অনুরাগীরা অবাক হয়েছেন। জীবনে সাফল্যের শিখরে থাকা অবস্থায় কিছু মানুষের সান্নিধ্যের ভান করার প্রবণতা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’ অভিনেত্রীর এই রূপক ভাষা এবং ব্যক্তিগত আক্ষেপ বহু অনুরাগীর মন ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই সহমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, ‘পূর্ণিমা...