শুধু শ্যাম্পু ব্যবহার করলেই মাথার ত্বক পুরোপুরি পরিষ্কার হয় না এ কথা জানেন কি? মুখের মতোই মাথার ত্বকেও জমে যায় মৃত কোষ, যা সময়ের সঙ্গে সঙ্গে এক স্তর তৈরি করে চুলের গোড়া বন্ধ করে দেয়। ফলে বাড়ে খুশকি, সংক্রমণ ও চুল পড়া। তাই মাথার ত্বক পরিষ্কার রাখতে নিয়মিত স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন করা খুব জরুরি। • মাথার ত্বক পরিষ্কার থাকলে চুল হয় নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যকর। সাধারণ ত্বক: যাঁদের মাথার ত্বক না বেশি তৈলাক্ত, না বেশি শুষ্ক তাঁদের জন্য সপ্তাহে একবার হালকা স্ক্রাব যথেষ্ট। শুষ্ক ত্বক: শুষ্ক ত্বকের জন্য দুই সপ্তাহে একবার স্ক্রাব ব্যবহার করা ভালো। এমন স্ক্রাব বেছে নিন যাতে ময়েশ্চারাইজিং উপাদান রয়েছে। তৈলাক্ত ত্বক: তৈলাক্ত ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করতে সপ্তাহে ২–৩ বার স্ক্রাব...