আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ ৫ জন নিহত হয়েছেন। ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিবৃতি দিয়েছিল। যা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। বলছে, অভিভাবক সংস্থাটি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার বলেছেন, আইসিসির বিবৃতি ‘বাছাইকৃত, পক্ষপাতদুষ্ট’। আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের নাম উল্লেখ না করেই আলাদাভাবে বিবৃতি দিয়েছে। এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আগামী মাসে পাকিস্তানে হতে চলা ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তথ্যমন্ত্রী আতা বলছেন, ‘আমরা আইসিসির এই বিবৃতিকে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাই, যেখানে এই ধারণা দেয়া হয়েছে যে, পাকিস্তানের হামলায় তিনজন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। আইসিসি আফগানিস্তান বোর্ডের দাবি স্বাধীনভাবে যাচাই করার...