বৃষ্টিই খেললো পার্থে। ৫০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হলো ২৬ ওভারে। শুরুতেই রোহিত, কোহলি, গিলকে হারানো ভারত কোনো রকমে করলো ১৩৬ রান। অস্ট্রেলিয়া প্রায় ৫ ওভার হাতে রেখেই ৩ উইকেটে হারিয়ে তুলে ফেললো সেই রান। টানা আট ম্যাচ জয়ের পর এই ২০২৫-এ এই প্রথম হারলো ভারত। অপটাস স্টেডিয়ামের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি চারবার খেলা বন্ধ করে দেয়, যা ভারতের পক্ষে একেবারেই অনুকূলে ছিল না। ব্যাট হাতে ভারতের টপ-অর্ডারের ব্যর্থতা দলকে বিপদে ফেলে। রোহিত শর্মা (৮), শুভমান গিল (১০), বিরাট কোহলি (০) ও শ্রেয়াস আয়ার (১১) — চারজনের ব্যর্থতায় ভারতকে ৪৫/৪ অবস্থায় নামিয়ে আনেন। এরপর কেএল রাহুল (৩১ বলে ৩৮, ২ চার, ২ ছক্কা) ও অক্ষর প্যাটেলের (৩৮ বলে ৩১, ৩ চার) ৩৯ রানের জুটি কিছুটা স্থিতি আনে। ইনিংসের...