ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। বিশ্ববিদ্যালয়ে এখনও নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরিজ ” Be a Lifesaver: First Aid Boot-camp” এর আয়োজন ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিটা হাসপাতালের জরুরি বিভাগ নিচতলায় থাকে। কিন্তু হাস্যকর বিষয় হলো আমাদের ঢাবি মেডিকেলের জরুরি বিভাগ এতদিন ধরে ২য় তলায় ছিলো। যেটা কিছুদিন আগে নিচতলায় নিয়ে আসা হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যখাতে বিড়ম্বনা এড়াতে নানা পরিকল্পনা করছি। ইতোমধ্যেই আমাদের মেডিকেল সেন্টারের আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোপরি,...