ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজিমাত করেছে স্পিনাররা। সেই স্পিন শক্তি আরও বাড়াতে এবার স্কোয়াডে যুক্ত হলের নাসুম আহমেদ।তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচের জন্য তাকে দলে যুক্ত করেছেন নির্বাচকরা। আগের ১৬ সদস্যের স্কোয়াডে স্পিন বিভাগে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (অফ স্পিন), তানভির ইসলাম (বাঁহাতি স্পিন) ও রিশাদ হোসেন (লেগ স্পিন)। প্রথম ম্যাচে তিনজনই ছিলেন একাদশে। রিশাদ ৬ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচের নায়ক, মিরাজ ছিলেন অত্যন্ত সাশ্রয়ী; ১০ ওভারে ১ উইকেটের বিপরীতে দেন মাত্র ১৬ রান। তবে তানভির ইসলাম উইকেট পেলেও প্রত্যাশামতো প্রভাব রাখতে পারেননি। এবার নাসুমকে দলে নেওয়ায় স্পিন আক্রমণে আরও এক বাঁহাতি বিকল্প পাবে বাংলাদেশ। তানভিরের পরিবর্তে সুযোগ পাওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি উইকেট যদি আগের মতোই স্পিনবান্ধব থাকে, তবে বাড়তি স্পিনার খেলানোর দিকেও নজর...