জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আমরা যে প্রতীক চাইছি, সেই প্রতীক তারা (ইলেকশন কমিশন) আমাদের দেবে না।কিন্তু তারা নাকি আমাদের ওপর একটি প্রতীক চাপিয়ে দেবে। এ ধরনের নজিরবিহীন এবং ন্যক্কারজনক কথা যেই কমিশন বলতে পারে, আমরা মনে করি, এ কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট ,আন্দোলন বাস্তবায়ন কমিটির অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। তুষার বলেন, এ নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান, তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এ ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন। আপনারা...