প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। ঠাণ্ডায় যাদের ঠোঁট ফাটে, তারা নিশ্চয়ই এরিমধ্যে আতংক অনুভব করছেন। কারণ ফাটা ঠোঁট অস্বস্তি, ব্যথা এবং এমনকি বিব্রত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ভয় পাবেন না, কারণ প্রতিটি সমস্যার পেছনে রয়েছে সমাধানের পথও! ঠোঁট ফাটার অন্তর্নিহিত কারণগুলি বোঝা সঠিক সমাধান খুঁজে বের করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু সাধারণ কারণ রয়েছে- শুষ্ক বায়ু (কম আর্দ্রতা)ঠাণ্ডা আবহাওয়াঠোঁটে কামড়ধূমপানভিটামিনের ঘাটতি (বিশেষ করে ভিটামিন বি এবং সি)এলার্জি প্রতিক্রিয়াওষুধ সেবন (যেমন কেমোথেরাপির ওষুধ, ব্রণের ওষুধ)লিপ বাম বা লিপস্টিক শীতকালে শরীরে পানির জোগান ঠিক রাখতে হবে। এই সময়টায় তেমন তৃষ্ণা পায় না, ফলে পানির অভাবে দেখা দিতে পারে ডিহাইড্রেশন। তাই তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে করে ঠোঁটের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে। ঠোঁট ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ ফল...