হোয়াটসঅ্যাপ এখন স্প্যাম মেসেজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। অচেনা লোকদেরকে বারবার মেসেজ পাঠিয়ে বিরক্ত করা ঠেকাতে এবার মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ বেঁধে দিচ্ছে মেসেজ সংখ্যার সীমা। প্রথম দিকে শুধু ব্যক্তিগত যোগাযোগের জন্য তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ এখন হয়ে উঠেছে গ্রুপ, কমিউনিটি এবং ব্যবসায়িক বার্তার কেন্দ্র। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা প্রতিদিন আগের চেয়ে অনেক বেশি মেসেজ পাচ্ছেন যার মধ্যে অচেনা ব্যক্তি বা কোম্পানির মেসেজও কম নয়। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বা ব্যবসায়িক কোম্পানি যখন এমন কাউকে মেসেজ পাঠাবে যার কাছ থেকে তারা কোনো উত্তর পায়নি, সেই মেসেজগুলো মাসিক সীমার মধ্যে গণনা হবে। উদাহরণ হিসেবে, ব্যবহারকারী যদি কোনো কনফারেন্সে কারও সঙ্গে দেখা করে তিনটি মেসেজ পাঠান সেগুলোও সীমার মধ্যে ধরা হবে। তবে হোয়াটসঅ্যাপ এখনো সুনির্দিষ্টভাবে জানায়নি প্রতি মাসে...