দলীয় প্রতীক বাছাইয়ের ক্ষেত্রে শাপলাতেই অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কী, সে ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে লিখিত ব্যাখ্যার দাবি জানিয়েছে দলটি। যদিও ইসির পক্ষ থেকে আগেই বলা হয়েছে, সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে একটা প্রতীক নিতে হবে। যেখানে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) মোতাবেক প্রার্থীত প্রতীক ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এমন লিখিত দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি বিধিমালায় থাকা ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করে জানানোর জন্য ইসির দেওয়া চিঠির জবাবে এই দাবি করলো এনসিপি। চিঠিতে নাহিদ ইসলাম বলেন, “গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল...