ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের হাতের তার আগ্নেয়াস্ত্র না থাকলে কেমন হবে, তার একটি আভাস দিয়েছে প্রাইম ইউকে। কদিন আগে প্রাইম ভিডিও ইউকে তাদের ওয়েবসাইটে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির কয়েকটি সিনেমার পোস্টার প্রকাশ করে। তবে প্রকাশের পরই তা নিয়ে শুরু হয় সমালোচনা। কারণ সব পোস্টারে জিরোজিরোসেভেনের হাতে থাকা ওয়ালথার পিপি মুছে দেওয়া হয়। তীব্র সমালোচনা ও কটাক্ষের পর পোস্টারগুলো সরিয়ে নিয়েছে প্রাইম ভিডিও। ভ্যারাইটি লিখেছে, বন্ড ফ্র্যাঞ্চাইজির ‘ডক্টর নো’ ও ‘গোল্ডেন আই’ সিনেমার পোস্টারে জেমস বন্ডের হাতে থাকা ওয়ালথার পিপি সম্পাদনা করে সরিয়ে নেওয়া হয়। এছাড়া ‘আ ভিউ টু আ কিল’ সিনেমার পোস্টারেও এই সম্পাদনা হয়েছে। ওই সিনেমার রজার মুরের হাতে থাকা অস্ত্রও রাখা হয়েছে ফ্রেমের বাইরে। সম্পাদিত ছবিগুলো নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ।...