১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম না ফেরার দেশে জনপ্রিয় মেটাল ব্যান্ড লিম্প বিজকিটের প্রতিষ্ঠাতা সদস্য স্যাম রিভার। মাত্র ৪৮ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন এই তারকা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানের জন্য দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকি শরীর ক্রমাগত খারাপ হওয়ায় লিম্প বিজকিট থেকে বেরিয়ে আসেন। এক বিবৃতিতে লিম্প বিজকিট জানায়, ‘রিভার আমাদের বেজ প্লেয়ার ছিল না, সে ছিল আমাদের শব্দের আত্মা। প্রথম দিন থেকে আমরা একসঙ্গে গান করছি। সঙ্গীতের মাধ্যমে যে আলো ও সুর স্যাম নিয়ে এসেছে, তা অপূরণীয়। ’ জনপ্রিয় এই তারকার জন্ম ফ্লোরিডার জ্যাকসনভিলে। স্কুলে পড়াকালীন সময়েসংগীতেহাতেখড়ি হয় তার।...