
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে থাকে। যদিও এই পরিস্থিতি নিয়ে সবার মনে ভয় থাকে, কিন্তু এর সাধারণ লক্ষণগুলো সম্পর্কে সচেতন না থাকায় অনেকেই সময়মতো ব্যবস্থা নিতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাকের প্রাথমিক সতর্কতা সংকেতগুলো এড়িয়ে না গিয়ে সময়মতো চিকিৎসা নিলে ভয়ানক পরিস্থিতির ঝুঁকি বহুলাংশে কমানো সম্ভব। সম্প্রতি দ্য হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে হার্ট অ্যাটাকের আগে দেখা যেতে পারে এমন আটটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হয়েছে। ১. বুকে অস্বস্তি:হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো বুকে চাপ, ভার ভার লাগা কিংবা ব্যথা অনুভব করা। ঝুঁকিতে থাকা ব্যক্তির বুকে এই অস্বস্তি থেমে থেমে বা কয়েক মিনিট ধরে চলতে পারে। এটিকে সাধারণ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ব্যথা মনে করে এড়িয়ে না গিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। ২. শরীরে বিভিন্ন অঙ্গে...