ভোটের মাঠে নেমেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তারিক স্বপন। রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে প্রার্থী হয়েছেন। ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনী পোস্টার শেয়ার করে তারিক স্বপন জানান, সংগঠনের উন্নয়ন ও সহকর্মীদের কল্যাণে কাজ করতে চান তিনি। পাশাপাশি সবার দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন এই অভিনেতা।আরো পড়ুন:‘তারিক ভাই আমাকে গালিগালাজ শুরু করলেন, সবগুলো গালি ইংরেজিতে দিলেন’নাসির উদ্দীন ইউসুফসহ তিন জনকে আইনি নোটিশ ‘তারিক ভাই আমাকে গালিগালাজ শুরু করলেন, সবগুলো গালি ইংরেজিতে দিলেন’ অভিনয়ের পাশাপাশি রাজউকে চাকরি করেন তারিক স্বপন। তবে অভিনয়জগতে তার রয়েছে দীর্ঘ ও বৈচিত্র্যময় পথচলা। ১৯৯২ সালে সিরাজগঞ্জের ‘অনুস্বর থিয়েটার’-এর মাধ্যমে মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। পরবর্তীতে ‘প্রসূণ থিয়েটার’-এর হয়ে ‘হামেদ আলীর সর্পদর্শন’, ‘১৯৭১’, ‘মহাপুরুষ’, ‘রাজাকারের পতন’সহ বেশ কিছু নাটক নির্দেশনা দেন। অভিনেতা জাহিদ হাসানের...