খুলনা:আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাস্ট্রকে পুণ:গঠনের জন্য ৩১ দফায় লিখিত সকল তথ্য জনগনের কাছে পৌছে দিতে হবে। জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।সকল ভোদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করে রাস্ট্রকে মেরামত করতে হবে। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে মহানগরীর গোলকমনি পার্কে খুলনা বিএনপি ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উত্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষর রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য বাংলাদেশের ইতিহাসে অনন্য ঘটনা। তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।...