যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের নীতির বিরুদ্ধে গিয়ে ‘নো কিংস’ প্রতিবাদ চলছে। এই প্রতিবাদের দ্বিতীয় আসরে হজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে হলিউড তারকাদের সমর্থন দেখা গেছে। হলিউডের বড় বড় তারকারা এই আন্দোলনে সমর্থন দিয়ে রাস্তায় ছিলেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। গতকাল শনিবার, ৫০টি রাজ্যের শহর ও শহরতলি মিলিয়ে শত শত হাজার মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আইসিই-এর আক্রমণাত্মক অভিযান, জাতীয় গার্ড মোতায়েন এবং কেন্দ্রীয় কর্মসূচির ব্যাপক কাটছাঁটও প্রতিবাদকারীদের মূল দাবি। মার্ক রাফালো, যিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় কণ্ঠধারী, ইনস্টাগ্রামে ‘নো কিংস’ প্রতিবাদের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘অসাধারণ। এত মানুষ দেশকে ভালোবাসে এবং চায়, নো কিংস।’ জিমি কিমেল ইনস্টাগ্রামে একটি ইনফোগ্রাফিক শেয়ার করেছেন। সেখানে প্রেসিডেন্টকে সমালোচনামূলক...