
সুন্দর এবং সুস্থ গাছের জন্য সময়মতো ছাঁটাই করা জরুরি। সঠিক সময়ে এবং সঠিকভাবে ছাঁটাই না করলে গাছের বৃদ্ধি এবং ফুল-ফল দুটোই কমতে পারে। যুক্তরাষ্ট্রের গাছপালা বিশেষজ্ঞ প্যারিস লালিকাটা মনে করান, “ছাঁটাই হল গাছকে স্বাস্থ্যবান রাখার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। গাছের ধরন অনুযায়ী সঠিক সময়ে ছাঁটাই করলে গাছ সুস্থভাবে নতুন বৃদ্ধি দেখায়।” ছাঁটাইয়ের সঠিক সময় নির্ভর করে গাছের প্রজাতির ওপর। বসন্তে ফুল ফোঁটা গাছ:যে গাছের ফুল বসন্তের ফোটে এই ধরনের গাছের ফুলের কুঁড়ি পূর্ববর্তী শরৎকালে তৈরি হয়। তাই এগুলো ছাঁটাই করার সঠিক সময় হল ফুল ফোটার পর। শরৎ বা শীতকালে ছাঁটাই করলে পরের বসন্তে ফুলের সংখ্যা কমে যাবে। গ্রীষ্মে ফুল ফোঁটা গাছ:এই ধরনের গাছ নতুন কাণ্ডে ফুল ফোটায়। তাই এগুলো ছাঁটাই করা উচিত শীতকালে বা শরৎকালে। শীতকালীন ছাঁটাই প্রয়োজন:কিছু গাছ শীতকালে ছাঁটাই...