জাতিসংঘ পরামর্শ দিচ্ছে, জলবায়ু পরিবর্তন কেবল আমাদের সময়েরই বড় সংকট নয়, বরং আমরা এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছি, যেখানে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে, যা হুমকির মুখে ফেলছে খাদ্য উৎপাদনকে। একইসঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার ফলে বিশ্বের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা হতে পারে। এমন পরিস্থিতি এড়াতে বিভিন্ন দেশকে কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। নইলে পৃথিবীর জলবায়ু ও জীববৈচিত্র্যে এমন ক্ষতির মুখে পড়বে, যা আর ফেরানো সম্ভব হবে না বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইট হাওস্টাফওয়ার্কস। তবে কেবল সরকার নয়, পৃথিবীকে বাঁচাতে আমরা নিজেরা কী করতে পারি? আসলে, প্রতিদিন কিছু ছোট কাজ করলেই আমরা আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে ও পৃথিবীর ক্ষতি ঠেকাতে ভূমিকা রাখতে পারি। পৃথিবীর যত্ন নেওয়া কেবল সম্ভব নয়, এটা প্রয়োজনও। সেই ভাবনা থেকেই পৃথিবীকে...