আবু ধাবিতে রাশিদ খানের গুগলিতে ঘুরপাক খেয়ে যাচ্ছেতাইভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই তিক্ততার রেশ মিলিয়ে যায়নি পুরোপুরি। তবে মিরপুরের কালো মাটির উইকেটে বাংলাদেশের ক্রিকেট খানিকটা স্বস্তির পরশ পেল লেগ স্পিনের ছোঁয়াতেই। রাশিদ এখানে নেই। ঘূর্ণি বলের গল্প লিখলেন এবার রিশাদ হোসেন। উইকেটের সহায়তা কাজে লাগিয়ে টার্ন, ফ্লাইট, গতি ও নানা বৈচিত্র মেলে ধরে এই লেগ স্পিনার যেন চোখে সর্ষে ফুল দেখালেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। বল পড়তে না পারার বিভ্রান্তি আর ব্যাটসম্যানদের ভোগান্তি অনেকটা একইরকমের। শুধু রাশিদের জায়গায় নামটা এখানে রিশাদ। এমনিতে দুজনের তুলনাই চলে না। সীমিত ওভারের ক্রিকেট দুনিয়ার সেরা লেগ স্পিনার রাশিদ। সেখানে সেখানে নিজের নাম ছড়াতে শুরু করেছেন সবে। আফগান তারকার মতো গুগলির জাদু এখনও রপ্ত করতে পারেননি বাংলাদেশের তরুণ। তবে বিসিবির স্পিন কোচ সোহেল ইসলামের বিশ্বাস, গুগলিতেও একসময়...