হযরত শাহজালাল বিমানবন্দরসহ দেশের নানা স্থানে চলমান অগ্নিকাণ্ড এবং সামগ্রিক নিরাপত্তাহীনতার মুখে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। ইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপি প্রতিনিধিদল দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করে। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, "ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কীভাবে রাষ্ট্র একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে?" তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে 'ভালনারেবল অবস্থান' হিসেবে উল্লেখ করে বলেন, "কারোর নিরাপত্তা নেই। কোন সেক্টরে নিরাপত্তা নেই। তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে। ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে?" তিনি...