এবারের দীপাবলি পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার জীবনে একেবারেই বিশেষ। কারণ, উৎসবের এই সময়টাতে তারা অপেক্ষা করছেন তাদের প্রথম সন্তানের আগমনের। ইতোমধ্যেই দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছেন পরিণীতি। তার পাশে রয়েছেন রাঘব ও দুই পরিবারের সদস্যরা। পরিণীতি চোপড়া পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। খুব শিগগিরই তার কোলে আসতে চলেছে সন্তান। এখন সময় গুণছেন এই দম্পতি। প্রসঙ্গত, গত ২৫ আগস্টে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল—‘এক যোগ এক সমান তিন’। সঙ্গে পরিণীতির...