স্তন ক্যানসার থেকে সেরে ওঠা মানে জীবনের দ্বিতীয় সুযোগ পাওয়া। চিকিৎসার পর অনেক নারী স্বাভাবিক জীবনে ফিরে যান। তবে সুস্থ হওয়ার পাঁচ-সাত বছর পর এ রোগ আবারও ফিরে আসতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে মেটাস্ট্যাটিক ডেভেলপমেন্ট বলা হয়। আমেরিকান ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটেরে এক গবেষণায় দেখা গেছে, প্রায় ২০ শতাংশ নারী চিকিৎসার ৫ বছরের মধ্যে ক্যানসার পুনরাবৃত্তির মুখোমুখি হন। মূলত হরমোন রিসেপ্টর পজিটিভ ক্যানসার (যা ইস্ট্রোজেন নির্ভর) রোগীদের ক্ষেত্রে পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা বেশি। হঠাৎ যদি স্তনে ব্যথা অনুভব করেন, তা অবহেলা করবেন না। ক্যানসার ফিরে আসার একটি লক্ষণ এটি। বুক, পিঠ, পাঁজরের হাড়ের ভেতর তীক্ষ্ণ যন্ত্রণা হতে পারে। স্তনের আকারে হঠাৎ যদি কোনও পরিবর্তন চোখে পড়ে। নিজের হাতের স্পর্শে বুঝতে হবে, স্তনের মধ্যে কোনো ফোলা ভাব রয়েছে কি না। যদি তেমন...