ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজের তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ইতোমধ্যে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে স্পিনারদের। তাই স্পিন শক্তি বাড়াতে দলে আরও একজন স্পিনারকে যুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডের বাকি দুই ম্যাচের জন্য স্পিনার নাসুম আহমেদকে স্কোয়াডে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মিরপুরের উইকেট আগে থেকেই স্পিন সহায়ক। প্রথম ম্যাচেও সেটিই দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে ৮টিই গেছে স্পিনারদের ঝুলিতে। অন্যদিকে, ২০২৭ সালে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ঘরের মাঠের এই সিরিজের তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই ঘরের মাঠের সুবিধা ব্যবহার করতে...